for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০১৬, শুক্রবার, ১২:২১:০৫
ইউরোপা লিগের ফাইনালে উঠেছে লিভারপুল ও সেভিয়া। গতকাল (বৃহস্পতিবার) রাতে অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল ৩-০ গোলে ভিয়ারিয়ালকে ও সেভিয়া ৩-১ গোলে শাখতারকে পরাজিত করে। আগামী ১৯ মে জ্যাকবপার্কে ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে তেমন ভালো অবস্থানে না থাকলেও ইউরোপা লিগের শিরোপা জেতার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ভিলারিয়ালের মাঠে ১-০ গোলের হারের ক্ষত নিয়ে নিজেদের মাঠে নামে লিভারপুল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণ শিবিরে একের পর এক আক্রমণ করতে থাকে অল রেডরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭ মিনিটে সফরকারী দলের ব্রুনো নিজেদের জালে বল জড়ালে লিড পায় স্বাগতিক শিবির। এরপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় লিভারপুল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্টারিজ-লালানারা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ক্লপের শিষ্যরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬৩ মিনিটে গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেন ড্যানিয়েল স্টারিজ। আর ম্যাচের ৮১ মিনিটে অ্যাডাম লালানা গোল করলে ৩-০ গোলের বড় জয়ে ফাইনাল নিশ্চিত হয় লিভারপুলের।
একই রাতে, প্রথম লেগে ২-২ গোলের ফল নিয়ে শাখতারের বিপক্ষে নিজেদের মাঠে নামে সেভিয়া। কেভিন গেমিরোর জোড়া গোল ও মারিয়ানোর গোলে সেভিয়ার ৩-১ এর জয় নিশ্চিত হয়। দুই লেগ মিলে ৫-৩ এর জয়ে টানা তৃতীয়বার ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি।
For add
For add
For add
For add
for Add