for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০১৬, বৃহস্পতিবার, ২০:৫৫:৫৬
`আমি কোনো বড় তারকা এখানে চাই না। এখন যারা আছে তারা সবাই ভালো।’ দিন কয়েক আগে চেলসি–টটেনহাম ড্রয়ের পর নিশ্চিত হয়ে যায় লেস্টার সিটির প্রিাময়ার লিগ শিরোপা। শিরোপা নিশ্চিত হওয়ার পর আজ (বৃহষ্পতিবার) প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের কোচ রানিয়েরি। সেখানে সাংবাদিকদের করা ‘সামনের মৌসুমে বড় তারকা নিয়ে আসছেন কিনা?’ এমন প্রশ্নের উত্তরে এভাবেই বলেছেন তিনি। তবে একেবারেই যে বড় তারকার খোঁজে পা বাড়াবেন এমনটা বোধ হয় না। কারন রানিয়েরি এও বলেছেন, ‘তারপরও তো ভালো কিছু খেলোয়াড় আমাকে আনতেই হবে।’
সেই সঙ্গে রানিয়েরি সবাইকে ধরে রাখার ব্যাপরেও আশাবাদি, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। আমি সব খেলোয়াড়কেই বলেছি, আরও এক বছর থাক। ক্লাব ছেড়ে যেও না। অন্য কোনো ক্লাবে গেলে হয়তো সুযোগই পাবে না।’
নিজের অবসর প্রসঙ্গে ইতিহাস গড়া এই কোচ বলেছেন, এখনই তেমন কোন ভাবনা নেই তার।
For add
For add
For add
For add
for Add