for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ মে ২০১৬, বুধবার, ২১:৩৪:৩২
চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ‘মার্সেল ক্লাব কাপ হকি’ প্রতিযোগিতায় আবাহনী-মোহামেডানের আজকের (বুধবার) দ্বৈরথটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। তাতে মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী লি.।
ম্যাচের ঝাঁজটা টের পাওয়া গেছে প্রথম থেকেই। পাঁচজন বিদেশী রিক্রুট নিয়ে মাঠে নামা আবাহনী ষষ্ঠ মিনিটেই সাফল্য পায়। রুম্মান সরকারের পাস থেকে মাকসুদ আলম হাবুলের ফ্লিক আবাহনীকে এগিয়ে দেয় ১-০ গোলে। দু’মিনিটের মাথায় আবারো দৃশ্যপটে রুম্মান সরকার। এবার ডি-বক্সের ভেতর থেকে তার জোরালো হিট গোলরক্ষক ফেরালেও ফাঁকায় দাঁড়ানো শাফাকাত রাসুল বল জালে জড়াতে ভুল করেননি। ২-০ গোলে পিছিয়ে পড়ে একটু যেন দিকভ্রান্ত হয়ে পড়ে মোহামেডান। সেই সুযোগ কাজে লাগিয়ে সম্মিলিত আক্রমন থেকে ১১ মিনিটে তৃতীয় গোলটি আদায় করে নেয় আবাহনী। মশিউর রহমান বিপ্লবের বাড়ানো বলে রুম্মান সরকারের পুশ, আর তাতে উল্টো ঘুরে জায়গা বানিয়ে হাবুলের দর্শনীয় রিভার্স হিটে আবাহনী এগিয়ে যায় ৩-০ গোলে।
তারপর থেকেই মোহামেডানের পাল্টা আক্রমন। একের পর এক আক্রমনে আবাহনীর রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুললেও পারফেক্ট ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি সাদা-কালো শিবির। এর মধ্যে ২৫ মিনিটে চন্দনের সহজ পেনাল্টি কর্নার মিসটা ছিল খুবই হতাশার। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় অবশেষে তাপসের ফ্লিক থেকে রুবেল হোসেনের হিটে প্রথম গোল পায় মোহামেডান। ম্যাচের সময় যতই গড়াতে থাকে, উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। খেলোয়াড়রা আম্পায়ারদের সাথে ও নিজেদের মধ্যে তর্কে এবং সেখান থেকে হাতাহাতিতে জড়ান। খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। আবার খেলা শুরু হলে ৬১ মিনিটে বিপ্লবের আচমকা ক্রস থেকে রুম্মানের জোরালো হিটে ব্যবধান ৪-১ করে ফেলে আবাহনী। শেষ বাশি বাজার আগে লালনের পাসে দ্বীন ইসলামের গোলে ব্যবধান কমায় মোহামেডান। পুরো ম্যাচ দাপটের সঙ্গে খেলেও একের পর এক সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।
৬ মে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ঊষা ও মোহামেডান। ৭মে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও মেরিনার্স।
For add
For add
For add
For add
for Add