for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ মে ২০১৬, মঙ্গলবার, ১৯:৫৬:৩৫
দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। পুরস্কার বিতরনী মঞ্চে পতাকা উত্তোলনের সময় তার কান্না ছুঁয়ে গিয়েছিল সারা দেশের মানুষকে। শুধু বাংলাদেশের মানুষই নয়, জাতীয় পতাকার জন্য তার যে আবেগ, সেটা প্রশংসিত হয়েছে ভারতসহ আন্তর্জাতিক মিডিয়াতেও। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি এবং শিলংয়ে অনুষ্ঠিত ১২তম সাফ গেমসের আসরে মহিলাদের ভারোত্তোলনে মাবিয়া আক্তার ৬৩ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জেতেন। সেই মাবিয়া আক্তার সীমান্তকে এবার নিজেদের সঙ্গে যুক্ত করে নিল প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেড।
প্রাণ-এর পণ্য ‘রান এনার্জি বার’(সিরিয়াল বার)-এর সঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আজ (রবিবার) ঢাকার প্রাণ-আরএফএল কার্যালয়ে মাবিয়া আক্তার সীমান্তর সঙ্গে প্রাণ এগ্রো লিমিটেডের এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়। প্রাণ এর সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ আনন্দিত এই বাংলাদেশী ভারোত্তোলক জানান, ‘প্রাণ বাংলাদেশের একটি সুবিদিত শিল্প প্রতিষ্ঠান। প্রাণ এর সঙ্গে প্রথমবারের মতো কাজ করব। আশা করছি কাজটা উপভোগ্য হবে আমার জন্য।’
অনুষ্ঠানে প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল বলেন, ‘রান এনার্জি বার, থামব না আর’ এ স্লোগানকে সামনে রেখে আমরা ভোক্তাদের জন্যে পুষ্টিকর ও সুস্বাদু এই সিরিয়াল বার নিয়ে এসেছি। ইতোমধ্যে কিশোর ও তরুণদের মাঝে ‘রান এনার্জি বার’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিনি আরো জানান, গ্লুকোজ, বাদাম, মধু, তিল, মুড়ি, কাজু বাদাম ও কিসমিস দিয়ে তৈরি এ সিরিয়াল বার ভোক্তাদের ক্লান্তি দূর করতে সহায়তা করবে।
আগামী ৭ ও ৮ মে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ‘রান এনার্জি বার’ এর বিজ্ঞাপনচিত্রের শুটিং হবে। বিজ্ঞাপনচিত্রে মাবিয়া আক্তারের তারুণ্যের গুণকেই ফুটিয়ে তোলা হবে। মাবিয়া অভিনীত নতুন এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন নাফিস রেজা। বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি আগামী এক বছর ‘রান এনার্জি বার’এর বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমেও মাবিয়া যুক্ত থাকবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ ও বিজ্ঞাপন নির্মাতা নাফিস রেজা।
For add
For add
For add
For add
for Add