for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২১:১১:৩৮
মার্সেল ক্লাব কাপ হকি প্রতিযোগিতায় সোনালী ব্যাংক এসআরসি কে ৭-১ গোলে পরাজিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.। টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হলো ঐতিয্যবাহী দলটি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ (শুক্রবার) মোহামেডানের ৭টি গোলই এসেছে ফিল্ড গোল থেকে। রুবেল হোসেন, রাসেল মাহমুদ জিমি, ও দ্বিন ইসলাম ২টি করে গোল করেন। এছাড়া কামরুজ্জামান রানা ১টি গোল করেন। সোনালী ব্যাংকের হয়ে একমাত্র গোলটি করেন অজিত।
খেলার ৬ মিনিটেই রুবেল হোসেনের গোলে এগিয়ে যায় মোহামেডান। মিনিট চরেক পরই ব্যাবধান দিগুন করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ১৯ মিনিটে আরও একটি গোল করেন জিমি। ২৪ মিনিটে দ্বিন ইসলাম এবং ২৬ মিনিটে রুবেল হোসেন গোল করে ব্যবধান বাড়ান। ২৯ মিনিটে দ্বিন ইসলাম আবারও গোল করেন (৬-০)। ৪৮ মিনিটে মোহামেডানের শেষ গোলটি আসে কামরুজ্জামান রানার স্টিক থেকে (৭-০)। ৬২ মিনিটে সোনালী ব্যাংকের অজিত পেনাল্টি কর্ণারে গোল করে কেবল ব্যবধানই কমাতে পেরেছেন।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ স্পোর্টিংকে ৪-২ গোলে হারিয়েছিল মোহামেডান। দ্বিতীয় ম্যাচে ওয়ারীর বিপক্ষে ৪-১ গোলে জয় পায় তারা।
For add
For add
For add
For add
for Add