for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ এপ্রিল ২০১৬, বুধবার, ২০:৪৯:২০
ভারতকে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ কিশোরী ফুটবলারদের সামনে এবার সেমিফাইনালের হাতছানি। আগামীকাল (বৃহস্পতিবার) তাজিকস্তানের দুশানবেতে এএফসি অনুর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ। প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। সেই সঙ্গে হবে গ্রুপ চ্যাম্পিয়নও। বাংলাদেশের কাছে হারা ভারত তাদের দ্বিতীয় ম্যাচে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেপালকে। ২ ম্যাচে ৩ পয়েন্ট ভারতের, বাংলাদেশের ৩ পয়েন্ট ১ ম্যাচে। নেপাল পয়েন্টশূন্য। তারপরও তাদের শেষ চারে যাওয়ার একটা সমীকরণ আছে। সেক্ষেত্রে বাংলাদেশকে তাদের হারাতে হবে ৬-০ গোলে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট বাংলাদেশের সমান হয়ে যাবে। তখন গোল গড়ে (-৩) তারা বাংলাদেশকে (-৪) পেছনে ফেলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে চলে যাবে।
For add
For add
For add
For add
for Add