for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ২০:২৮:৫৩
সহজ জয়ে মার্সেল ক্লাব কাপ হকি শুরু করেছে উষা কেসি। আজ (মঙ্গলবার) মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উষা ৫-০ গোলে হারিয়েছে অ্যাজাক্স কেএসকে। পুরো সময় দু’দল সমানে সমান লড়াই করলেও জয়ের হাসি হেসেছে উষা।
ম্যাচের শুরুতেই সম্মিলিত আক্রমন থেকে এগিয়ে যায় উষা। ৭ মিনিটের মাথায় পুষ্কর খীসা মিমোর জোরালো হিটে জালে জড়ায়। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উষার মিঠুন। প্রথমার্ধের বাকি সময়টা অ্যাজাক্স আর কোন গোল হজম না করলেও বিরতির পর ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হাসান যুবায়ের নিলয়ের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০ তে। অ্যাজাক্স আপ্রান চেষ্টা করেও চতুর্থ গোল ঠেকাতে পারেনি। এবারো পেনাল্টি কর্নার, এবারো নিলয়। ৫৪ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় উষা। ৬৮ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোল আসে মাহবুব হোসেনের স্টিক ছুঁয়ে। উষা জয় পায় ৫-০ গোলের ব্যবধানে। উষার সাতটা পেনাল্টি কর্নারের তিনটিই গোলে পরিনত হলেও দুটো পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি অ্যাজাক্স এসসি।
আগামীকাল (বুধবার) বিকাল ২.৩০ মিনিটে প্রথম ম্যাচে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে বাংলাদেশ এসসির। বিকাল ৪.১৫ মিনিটে মোহামেডান খেলবে ওয়ারির বিপক্ষে।
For add
For add
For add
For add
for Add