for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ এপ্রিল ২০১৬, সোমবার, ২১:৪৩:০৩
জয় দিয়ে মার্সেল ক্লাব কাপ হকি শুরু করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.। আজ (সোমবার) মাওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহামেডান ৪-২ গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
খেলার শুরুতেই মুস্তাফিজ ঝড়! না, বাংলাদেশের কাটারমাস্টার বিস্ময়বোলার মুস্তাফিজ নন। তিনি মোহামেডানের খেলোয়াড় মোস্তাফিজুর রহমান লালন। চতুর্থ মিনিটে কামরুজ্জামানের বাড়ানো পাসে আচমকা জোরালো হিটে মোহামেডানকে এগিয়ে দেন তিনি। খুব দ্রুতই গোলটা শোধ করে দেন বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের ইকবাল নাদির প্রিন্স। বারবার আক্রমন রচনা করেও কেন যেন ফিনিশিংয়ে ভজঘট পাকিয়ে ফেলছিল মোহামেডান। বিরতির পরেই অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। লালন আর রানার সম্মিলিত আক্রমনে ৪১ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির নিখুঁত লক্ষ্যভেদে বল জালে জড়ায় বাংলাদেশ স্পোর্টিংয়ের। মোহামেডান এগিয়ে যায় আবারো। ২-১ গোলের এগিয়ে যাওয়া স্কোরলাইন কিছুক্ষনের মধ্যেই ৩-১ বানিয়ে দেন রুবেল হোসেন। ৪৮ মিনিটে জিমির জোরালো হিট গোলকিপারের পায়ে লেগে ফেরত আসলে তাতে ফিরতি শট নিয়ে গোল করেন তিনি। স্কোরলাইন ৩-২ করেন বাংলাদেশ স্পোর্টিংয়ের বেলাল। মধ্যমাঠ থেকে পাওয়া পাসে স্রেফ স্টিক ছুঁইয়ে চমৎকার এই গোলটা করেন তিনি। কিন্তু ৫৬ মিনিটে রুবেল হোসেনের দ্বিতীয় গোলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
২৭ এপ্রিল দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাবের বিপক্ষে খেলবে মোহামেডান।
For add
For add
For add
For add
for Add