for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০১৬, রবিবার, ১৫:২৪:৩১
চোটের কারনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাইরে বসিয়ে মাঠে নামতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। দলের সেরা খেলোয়াড়কে হারিয়ে প্রতিপক্ষের মাঠে যেন অচেনা রূপ জিনেদিন জিদানের দলের। একটু হলে তো দুর্বল রায়ো ভায়েকানোর বিপক্ষে হারতেই বসেছিল তারা। অথচ গত ডিসেম্বরে এই দলকেই ১০-২ গোলে হারিয়েছিল রিয়াল। তবে গ্যারেথ বেল নৈপুন্যে শেষ পর্ন্ত কাটা নয়, ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। জোড়া গোল করেছেন বেল।
৭ মিনিটে আদ্রিয়ান এমবার্বার গোলে এগিয়ে যায় রায়ো ভায়েকানো। পর্তুগিজ ফরোয়ার্ড বেবের বাড়ানো বলে গোল করেন স্পেনের এই মিডফিল্ডার। ১৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে জিদানের দল। গোল করেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড মিকু। ২-০ গোলে পিছিয়ে পরার পর ৩৫ মিনিটে ব্যবধান কমায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন বেল। বিরতির কিছু আগে বড় ধাক্কা খায় রিয়াল। চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।
২-১ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা রিয়াল ৫২ মিনিটে সমতায় ফেরে। ব্রাজিলের ডিফেন্ডার দানিলোর ক্রসে লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান লুকাস ভাসকেস। ৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন বেল। প্রতিপক্ষের এমবার্বার ভুল পাস থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।
এই জয়ে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থানে থাকলো রিয়াল। সমান ম্যাচে বার্সা ও আটলেটিকোর পয়েন্ট ৮২। তবে গোল গড়ে এগিয়ে থাকায় বার্সা রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো।
For add
For add
For add
For add
for Add