for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ এপ্রিল ২০১৬, শনিবার, ১৬:১৩:৫২
মৌসুমের শেষ দিকে এসে লা লিগার শিরোপা লড়াই জমে উঠেছে । পয়েন্ট টেবিলের চিত্রটা এখন এমন, জায়ান্ট তিন দল বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ যে কারও ঘরেই যেতে পারে শিরোপা। কয়েক সপ্তাহ আগে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে সহজেই লিগ জয়ের স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু মেসি-সুয়ারেজরা টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের সঙ্গে পয়েন্ট সমান করে ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। এমন সমীকরণ মাথায় রেখে রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে ক্লাব তিনটি।
আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত আটটায় রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। স্তাদিও দেল রায়ো ভায়োকানোতে আতিথিয়েতা নিতে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা। রাত সোয়া ১০টায় ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে মালাগার বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো। আর রাত সাড়ে ১২টায় ন্যু ক্যাম্পে বার্সার মুখোমুখি হবে স্পোর্টিং গিজন।
বার্সা, রিয়াল এবং অ্যাটলেটিকোর জন্য এই মুহূর্তে প্রতি ম্যাচেই জয় পাওয়া জরুরী। কারন চলতি মৌসুমে দল তিনটির আর মাত্র চারটি করে ম্যাচ বাকি। কোন দল যদি এই মুহূর্তে হার বা ড্র নিয়ে মাঠ ছাড়ে তবে শিরোপা দৌড়ে ছিটকে যেতে পারে।
For add
For add
For add
For add
for Add