for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ এপ্রিল ২০১৬, বুধবার, ১৭:১৫:৪১
ম্যানুয়েল নায়্যারের বায়ার্ন মিউনিখ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল কদিন ধরে। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি করেছে নায়্যার। বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত নুতন চুক্তি হয়েছে তাঁর। ফলে আগামী পাঁচ বছর বাভারিয়ানদের হয়েই গোলপোস্ট সামলাবেন জার্মান জাতীয় দলের এই তারকা।
বুন্দেসলিগায় ২০১১-১২ মৌসুমে শালকে ছেড়ে বায়ার্নে পাড়ি জমান ন্যুয়ের। শুরু থেকেই দলটির সেরা একাদশের প্রধান ভরসা হিসেবে মাঠে নেমেছেন তিনি। সম্প্রতি গুঞ্জন ওঠে দলের কোচ পেপ গার্দিওলা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি যাওয়ার পর নায়্যারও সেখানে পাড়ি দেবেন। তবে জার্মান চ্যাম্পিয়ন দলটি তাদের টুইটারে জানিয়েছে, পাঁচ বছরের চুক্তিতে ২০২১ সাল পর্যন্ত নায়্যারকে রেখে দেওয়া হচ্ছে।
For add
For add
For add
For add
for Add