for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ এপ্রিল ২০১৬, বুধবার, ২১:১৩:৩৯
স্বাধীনতা কাপে ‘এ’ গ্রুপের শিরোপা প্রত্যাশি দলগুলো এগুচ্ছে সমান তালে। শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং নতুন শক্তি চট্টগ্রাম আবাহনী সেমির পথে এগিয়ে হাটছে সমানে সমানে। শেখ জামাল, শেখ রাসেল নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে। আজ (বুধবার) নিজেদের তৃতীয় ম্যাচে জয় তুলে নিল চট্টগ্রাম আবাহনীও। গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ব্যবধান ৩-০ হলেও প্রথমার্ধে দুই দলই খেলেছে সমানে সমানে। তবে ব্রাদার্স পারেনি, সাফল্য পেয়েছে বন্দর নগরীর দলটি। ৩০ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেলের গোল এগিয়ে যায় তারা। ৩৫ মিনিটেই ব্যবধান দ্বিগুন করতে পারতো। কিন্তু জাহিদের নেওয়া কিক ঠিকানা খুঁজে পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বাড়ে চট্টগ্রাম আবাহনীর। ৫৫ মিনিটে তকলিস আহমেদ গোলকিপারকে বোকা বানালেও সেটি ফিরিয়ে দিয়েছিলেন ব্রাদার্স ডিফেন্ডার কৃষ্ণ। ফিরতি শটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করেন লিওনেল। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন জাহিদ হোসেন।
For add
For add
For add
For add
for Add