for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ২২:৩৫:২১
ইংলিশ প্রিমিয়ার লিগের আকাশে ডোপিংয়ের কালো ছায়া। শোনা যাচ্ছে এই তালিকায় আছে চেলসি, আর্সেনাল, লেস্টার সিটির কয়েকজন খেলোয়াড়ের নামও। যাতে রীতিমতো চমকে যাওয়ার মতো তথ্য। এক ব্রিটিশ ডাক্তার এই তথ্য ফাঁস করে দিয়ে জানিয়েছেন লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলারসহ প্রায় ১৫০জন ক্রীড়াবিদকে নিষিদ্ধ ড্রাগ দিয়েছেন বলে জানা গেছে। লন্ডনের ডাক্তার মার্ক বোনার রয়েছে সন্দেহের তালিকায়। জানা গিয়েছে ৩৮ বছর বয়সী এই ডাক্তারের এমন কিছু সিক্রেট ক্লাইন্ট রয়েছেন যাদের মধ্যে আর্সেনাল, চেলসি ও লেস্টার সিটির কিছু প্লেয়ারও রয়েছেন। এই ডাক্তারের সঙ্গে যে প্লেয়ারদের সম্পর্ক রয়েছে সেটাও যে ক্লাবগুলো জানে তারও প্রমাণ পাওয়া গেছে।
শুধু তাই নয় এই ডাক্তার দাবী করেছেন তিনি একজন ব্রিটিশ ক্রিকেটার, একজন ট্যুর দ্য ফ্রান্সের সাইক্লিস্ট, ব্রিটিশ বক্সিং চ্যাম্পিয়ন। টেনিস প্লেয়ার ও মার্শাল আর্ট প্রতিযোগীও রয়েছেন তাঁর তালিকায়। একটি রিপোর্টে দেখা যাচ্ছে, বিগত ছ’বছর ধরে এই ডাক্তার প্রায় ১৫০জন ক্রীড়াবিদের চিকিৎসা করেছেন। তার মধ্যে রয়েছেন ইউকেসহ বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। সেই নিষিদ্ধ ড্রাগের মধ্যে রয়েছে এরিথ্রোপোয়েটিন (ইওপি), স্টেরয়েড ও হিউম্যান গ্রোথ হর্মোন। যা নিয়ে সেইপ্লেয়ারদের পারফরম্যান্স অনেক ভাল হয়েছিল। দ্রুত এই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটেনের ক্রীড়ামন্ত্রী।
এই খবর সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে আর্সেনাল ও চেলসি। দুই ক্লাবের পক্ষ থেকেই জানানো হয়েছ এই তথ্য পুরো ভিত্তিহীন। তাঁদের প্লেয়ারদের ওই ডাক্তারের সঙ্গে সম্পর্কও অস্বীকার করেছে ক্লাব। এমন অবস্থায় আরও বড় খোলাসা হওয়ার সামনে দাঁড়িয়ে ব্রিটিশ ক্রীড়া জগত। -আনন্দবাজার পত্রিকা
For add
For add
For add
For add
for Add