for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ১৪:৪৭:১২
ম্যাচের হাফ সেঞ্চুরি করতে যাচ্ছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। আজ (রবিবার) কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৫০ তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন তিনি । তাকে হাতছানি দিচ্ছে আরেকটা রেকর্ডও। ছক্কা হাঁকানোকে যে তার কাছে ডালভাতের চেয়েও সহজলভ্য। ক্রিকেট বিনোদনের এ ফেরিওয়ালার টি-টোয়েন্টি ক্রিকেটে এ পযর্ন্ত ছক্কা ৯৮টি। ফাইনালে আর দুটো ছক্কা মারলেই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে করবেন ছক্কার সেঞ্চুরি। তার কাছাকাছি থাকা দুজন ব্রেন্ডন ম্যাককুলাম(৯১ টি) ও শেন ওয়াটসন( ৮৩ টি) ইতিমধ্যে অবসরে চলে যাওয়ায় গেইলের এই রেকর্ড ভাঙ্গতে যে আরো অনেকদিন লাগবে,সে কথা বলাই বাহুল্য। কেননা ৭৩ ও ৭৪ টি ছয় নিয়ে যথাক্রমে ডেভিড ওয়ার্নার ও মার্টিন গাপটিল এখনো অনেকটা দূরেই আছেন। এমন অসাধারন এক অর্জনের জন্য বিশ্বকাপ ফাইনালের মত এতো বড় একটা মঞ্চ নিশ্চয়ই মিস করতে চাইবেন না এই উইলোবাজ!
For add
For add
For add
For add
for Add