for Add
নিজস্ব প্রতিবেদক : ২ এপ্রিল ২০১৬, শনিবার, ১৩:৫৩:০১
বদলে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফরম্যাট। এখন থেকে এ বিশ্বকাপ হবে ৪ বছর অন্তর। ২০২০ সালে পরের আসর বসবে অস্ট্রেলিয়ায়। খেলবে ১৬ দেশ। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। ঠিক সর্বশেষ আইসিসি বিশ্বকাপের মতো। এই প্রথম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগের আসরগুলো বসেছিল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। এখন চলছে ভারতে। আগামীকাল (রবিবার) কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যেকার ফাইনাল দিয়ে শেষ হবে বিতর্কিত ফরম্যাটের বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরে অংশ নেবে-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, জিম্বাবুয়ে, আরব আমিরাত, নেদারল্যান্ডস, আফগানিস্তান, হংকং এবং আয়ারল্যান্ড।
For add
For add
For add
For add
for Add