for Add
নিজস্ব প্রতিবেদক : ১ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৮:২৭:০৫
সেমিফাইনা নিশ্চিতের পর আনুষ্ঠানিকতার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল ওয়েস্ট উন্ডিজ। ম্যাচ শেষে আফগনানদের ‘বিশ্বজয়ের’সে উদযাপনে যোগ দিয়েছিলেন ওই ম্যাচে বিশ্রামে থাকা ক্যারিবিয়ান সুপারস্টার গেইল। অন্যের জয়ে আনন্দ-উচ্ছ্বাস করা গেইলরা নিজেদের সাফল্যে কতটা পারেন তা দেখিয়েছে ভারতকে হারিয়ে হোটেলে ফেরার পর।
এবারের বিশ্বকাপে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের আনন্দের মুহূর্তগুলো উদ্যাপনের দৃশ্যটা। দুই হাত মুষ্টিবদ্ধ করে একবার সামনে আনা, তারপর আবার বুকের কাছে এনে উদ্যাপন ইংল্যান্ড ম্যাচে প্রথম দেখিয়েছেন ক্রিস গেইল। সেই থেকে টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বাকি সব ম্যাচেই দেখা গেছে এমন দৃশ্য। তবে এত দিন তা ছিল শুধুই মাঠে। স্যামি-ব্রাভোরা এবার সেটি ছড়িয়ে দিলেন টিম-হোটেলেও। সেটিরই ভিডিও এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
গতকাল (বৃহস্পতিবার) রাতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাস হোটেলে পৌঁছানোর পর প্রথমেই নেমে আসেন অধিনায়ক ড্যারেন স্যামি ও ডোয়াইন ব্রাভো। স্যামির হাতের বহনযোগ্য লাউডস্পিকারে বাজছে ব্র্যাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গান। সে গানের তালে তালে নাচতে নাচতেই সবাই ঢুকলেন হোটেলে। এভাবে নেচে-গেয়ে ভক্তদের সঙ্গে সেলফিও তুললেন অনেক খেলোয়াড়। নাচতে নাচতেই উঠে পড়লেন তাঁরা লিফটে। মাঠে জয় উদ্যাপন প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছে ক্যারিবিয়ান এই দলটি। সেমিফাইনাল জিতেই যখন এমন উদ্যাপন, ফাইনাল জিতলে কি করবেন গেইলরা? কৌতূহল থাকছেই।
ভিডিওতে গেইল-সিমন্সদের জয় উদযাপন
[youtube http://www.youtube.com/watch?v=ZBhT1byaX1U]
For add
For add
For add
For add
for Add