for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ মার্চ ২০১৬, বুধবার, ১৯:১৬:১৮
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আজ (বুধবার) দিল্লিতে অনিুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৫ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার করা ১৩২ রানের জাবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ১২৭ রান করে। দারুণ ব্যাট করছিলেন দুই ইংলিশ ওপেনার চার্লট অ্যাডওয়ার্ড ও টাম্মি বিউমন্ট। ৬৭ রানের দারুণ জুটি গড়ে দলকে নিশ্চিত জয়ের দিকে নিয়ে যেতে থাকেন এই দুই ব্যাটার। চার্লট অ্যাডওয়ার্ড ২৯ বলে ৩১ ও টাম্মি বিউমন্ট ৪০ বলে ৩২ রান করেন।
এ দুইজন আউট হওয়ার পর তিন নম্বরে সারাহ টেলর ছাড়াও বাকিরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে না পারায় দারুণ চাপে পড়ে যায় ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৭ রানে থামে তাদের ইনিংস। টেলর ২৩ বলে ২১ রান করেন।
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আলিশা হেইলি ও ইলিস ভিল্লানি দলকে ৪১ রানের দারুণ সূচনা এনে দেন। হেইলি ১৫ বলে ২৫ এবং ভিল্লানি ২০ বলে ১৯ রান করেন।
এরপর দ্রুত এ দুই ওপেনার ফিরে গেলে তিন নম্বরে নেমে দারুণ এক অর্ধ শতক তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ম্যাগ লিনিং। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন লিনিং। ৫০ বল মোকাবেলা করে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে অসিরা।
ইংল্যান্ডের পক্ষে নাতালি স্কিভার ২২ রান দিয়ে ২টি উইকেট পান। এছাড়া লড়া মার্শ ও জেনি গুন ১টি করে উইকেট নেন।
For add
For add
For add
For add
for Add