for Add
: ১ জুন ২০১৫, সোমবার, ১২:৫৫:৪৯
নিজস্ব প্রতিবেদক: মুশলধারে বৃষ্টি ভেস্তে দিল পাকিস্তান-জিম্বাবুয়ে তৃতীয় তথা শেষ ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থাকা পাক দলের ইচ্ছাও সেই সঙ্গে ভেস্তে গেল। সফরকারীদের হোয়াইটওয়াশ করা হল না। তাতে করে র্যাংকিংয়েও উন্নতি হলো না পাকিস্তানের। তারা রয়ে গেল আগের সেই নবম স্থানেই।
রোববার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক আজহার আলি। জিম্বাবুয়ের বিরুদ্ধে শুরুতেই ক্রিজে জাঁকিয়ে বসেন দুই পাক ওপেনার মোহাম্মদ হাফিজ (৮০) ও আজহার আলি (৪৬)। দু’জন ১১৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এছাড়াও বাবর আজম ৫৪ ও আনোয়ার আলির অপরাজিত ৩৮ রানে ভর দিয়ে ৯ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে পাকিস্তান।
প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা শোয়েব মালিক অবশ্য এদিন ব্যর্থ। তিন রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। সিকান্দার রাজা ৩টি ও ক্রিস এমপোফু ২টি উইকেট তুলে নেন।
জবাবে জিম্বাবুয়ে ৯ ওভারে ৬৮ রান তোলার পরই প্রবল বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ৭ ওভারের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। ফলে টার্গেট কমে ৪৬ ওভারে ২৮১ করা হয়। ঘণ্টাখানেক অপেক্ষার পর ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়ার। ২৮ রানে ভিসু সিবান্দা ও ৩৯ রানে অপরাজিত ছিলেন চামু চিবাবা। হোয়াইটওয়াশ না করতে পারলেও নানা ডামাডোলের মধ্যে ছ’বছর পর দেশের মাটিতে সিরিজ জিতে সেলিব্রেশনে মেতেছে পাক দল।
For add
For add
For add
For add
for Add