for Add
: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৩৬:০৮
নিজস্ব প্রতিবেদক: আবারও ডোপ কেলেঙ্কারিতে কলঙ্কিত হল পাকিস্তান ক্রিকেট। এক উদীয়মান বাহাতি স্পিনারের বিরুদ্ধে মাদকদ্রব্য কোকেন সেবনের নমুনা পেয়েছে ভারতের একটি পরীক্ষাগার। বিষয়টি স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী দু’বছরের জন্য সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করা হল রাজা হাসানকে৷
বিশ্ব ডোপিং প্রতিরোধ সংস্থা (ওয়াডা) অনুমোদিত ওই পরীক্ষাগারে জানুয়ারিতে পাঠানো হয়েছিল রাজার মূত্রের প্রথম নমুনা। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটের টুর্নামেন্ট ‘পেন্টাগুলার কাপ’ চলছিল তখন। দ্বিতীয়বারের পরীক্ষাতেও পাস করতে পারেননি রাজা হাসান৷
পাকিস্তানের হয়ে একটি ওয়ানডে ইন্টারন্যাশনাল ও দশটি টি২০ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি স্পিনার রাজা। এর আগেও নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অপরাধে একাধিক পাক ক্রিকেটারের শাস্তি হয়েছে। একই অপরাধে ২০০৭ বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ।
For add
For add
For add
For add
for Add