for Add
: ৬ মে ২০১৫, বুধবার, ১০:৫৭:০৯
নিজস্ব প্রতিবেদক: পুরো সিরিজে অসাধারণ খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং টি২০তে হারানোর পর খুলনা টেস্টেও গৌরবের ড্র করে পাকিস্তানকে জয় বঞ্চিত রেখেছে বাংলাদেশ। ঢাকা টেস্টেও মুশফিকদের লক্ষ্য পাকিস্তানকে জয়শূণ্য রাখা। সে লক্ষ্যেই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ।
মিরপুর টেস্টে কয়েন নিক্ষেপে জয় হলো বাংলাদেশেরই এবং টস জিতে প্রথমে বোলিং করারই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। কেন প্রথমে বোলিং নিলেন? ব্যাখ্যা দিলেন মুশফিক। আবহাওয়ায় প্রচণ্ড তাপমাত্রা থাকার কারণে মিরপুরের উইকেটে ব্যাট করা খুবই কঠিন হবে। এ কারণেই মূলতঃ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম। তাছাড়া মিরপুরের উইকেটে স্পিনারদের জন্য অনেক বেশি। হালকা ঘাসও রয়েছে।
পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হকও জানালেন, টস জিতলে বোলিং নিতেন প্রথমে। কারণ, উইকেটের হালকা ঘাসে কিছুটা বাউন্স থাকবে এবং স্পিনাররাও বেশ ভালো টার্ন পাবে। সুতারং, টস জিতে বোলিং নেওয়াই হতো ভালো সিদ্ধান্ত।
বালংলাদেশ এবং পাকিস্তান- দু দলেই এসেছে একটি করে পরিবর্তণ। ইনজুরিতে ছিটকে যাওয়ার কারণে রুবেলের পরিবর্তে আনা হয়েছে শাহাদাত হোসেন রাজিবকে। আর পাকিস্তান দলে জুলফিকার বাবরের পরিবর্তে এসেছেন পেসার ইমরান খান।
এ রিপোর্ট লেখার সময় দুই উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। খেলা হচ্ছিল ২৫ ওভারের। দুই ওপোর মোহাম্মদ হাফিজ এবং সামি আসলামের উইকেট হারিয়ে পাকিস্তানের রান ২ উইকেটে ৫৯।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন রাজিব, মোহাম্মদ শহিদ।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলি, ইউনিস খান, মিসবাহ-উল হক, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুনায়েদ খান, ইমরান খান।
For add
For add
For add
For add
for Add