for Add
: ২ মে ২০১৫, শনিবার, ১৮:৫৪:০৮
নিজস্ব প্রতিবেদক: স্বপ্ন দেখতেও সাহস লাগে। প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে পড়ার পর বাংলাদেশের কোন ক্রিকেট প্রেমীই এতটা কল্পনা করেননি। যা বাস্তবে দেখিয়েছেন তামিম ইকবাল আর ইমরুল কায়েস। রেকর্ড ৩১২ রানের জুটিই গড়লেন না শুধু, ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়ে বাংলাদেশকে এনে দিলেন বিশাল স্কোরের ভিত। যেটাকে টেনে শেষ পর্যন্ত ৫৫৫ রানে লম্বা করে নিলেন সাকিব, মাহমুদুল্লাহরা। আর অবধারিতভাবেই খুলনা টেস্টে স্বপ্নময় এক ড্র পেয়ে গেলে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে পাকিস্তান করে ৬২৮ রান। অথ্যাৎ, বাংলাদেশ পিছিয়ে ২৯৬ রানে। মিসবাহ-উল হক ভেবেছিলেন টেস্টের দেড় দিনেরও বেশি বাকি। শেষ দিকে উইকেটের অবস্থা হয় খারাপ। সুতরাং, বাংলাদেশকে ইনিংস ব্যবধানে পরাজয়ের স্বাদ দেওয়া যাবে। কিন্তু সেই আশার গুড়ে শুধু বালিই দেননি তামিম, রেকর্ডের পর রেকর্ড গড়ে গৌরবদ্বীপ্ত একটি ড্র এনে দিলেন বাংলাদেশকে।
তামিম খেললেন ক্যারিয়ারের সেরা, বাংলাদেশের যে কোন ব্যাটসম্যানের সেরা ২০৪ রানের ইনিংস। সঙ্গে ইমরুল কায়েস করলেন ১৫০ রান। সাকিব অপরাজিত থাকলেন ৭৬ রানে, মাহমুদুল্লাহ ৪০ এবং সৌম্য সরকার করলেন ৩৩ রান। মোট কথা, দ্বিতীয় ইনিংসে রেকর্ড বন্যা। বাংলাদেশ করলো নিজেদের সর্বোচ্চ ৬ উইকেটে ৫৫৫ রান। শেষ পর্যন্ত পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই দিলেন না মুশফিক, টেস্ট হলো নিষ্প্রান ড্র।
For add
For add
For add
For add
for Add