for Add
: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১৯:২৯:৩৫
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে খবরটা অভাবনীয়ই বটে। আগামী বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশকে অন্তত আট নম্বরে থাকতে হবে। সে কাজটা পাকিস্তানের বিপক্ষে এক সিরিজেই সমাপ্ত করে ফেলেছে মাশরাফি বিন মর্তুজারা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে সেই পাকিস্তানকেই পেছনে ফেলল বাংলাদেশ। একধান এগিয়ে টাইগাররা উঠে এসেছে অষ্টম স্থানে। আর পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থান থেকে নেমে গেছে নবম স্থানে।
প্রতি মাস শেষেই আইসিসি থেকে র্যাংকিং প্রকাশ করা হয়। সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৮। বিপরীতে পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৭। আবার ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বাংলাদেশের সমাব ৮৮। ভগ্নাংশের হিসেবে ক্যারিবীয়দের চেয়ে একটু পিছিয়ে থাকল মাশরাফির দল।
ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পুরস্কার হিসেবেই র্যাংকিংয়ে এই অভাবনীয় উন্নতি করেছে বাংলাদেশ। সিরিজ শুরু করার আগে টাইগারদের অবস্থান ছিল ৯ নাম্বারে। রেটিং পয়েন্ট ছিল ৭৬। আর পাকিস্তান ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ছিল সপ্তম স্থানে।
সিরিজ শুরুর আগে হিসেব ছিল, পাকিস্তানকে যদি হোয়াইটওয়াশ করা যায়, তাহলে ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবে বাংলাদেশ। আর পাকিস্তান ৩ পয়েন্ট হারাবে। তাতে করে, বাংলাদেশের র্যাংকিং উন্নতি না হলেও একধাপ নেমে যাবে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের রেটিং পয়েন্ট হবে সমান ৯২ করে। কিন্তু ভগ্নাংশের হিসেবে পিছিয়ে পড়বে পাকিস্তান।
কিন্তু মাস শেষে সার্বিক বিচারে আইসিসি যখন র্যাংকিং প্রকাশ করল, তখনই বোঝা গেলো- আসলে যা ভাবা হয়েছিল, তার চেয়ে বাংলাদেশের অর্জণ আরও অনেক বেশি। ৮১ রেটিং পয়েন্ট নয়, বাংলাদেশের রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়াল ৮৮-তে। আর পাকিস্তান পয়েন্ট হারিয়েছে ৩টি নয়, মোটে ৮টি। ফলে ৮৮ পয়েন্ট নিয়ে আজহার আলিদের ওপরে উঠে গেলো বাংলাদেশ।
এখন দেখার বিষয়, র্যাংকিংয়ের এই অবস্থান ধরে রাখতে পারে কি না মাশরাফি বাহিনি। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিখেলার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। আগামী জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। এরপর ওয়ানডে ও টেস্ট খেলতে বাংলাদেশে আসছে শক্তিশালি দক্ষিণ আফ্রিকা। র্যাংকিং ধরে রাখার ভালোই চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
অপরদিকে মে মাসেই নিজেদের দেশে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। এরপর শ্রীলংকা সফরে যাবে তারা। সেখানে খেলবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।
দি ডেইলিস্পোর্টস/আরআই
For add
For add
For add
For add
for Add