for Add
: ২৯ এপ্রিল ২০১৫, বুধবার, ২২:১৬:৩৯
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইডেনে ফিরতি ম্যাচে নামার আগে ধাক্কা খেল কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)। বুধবার সুনীল নারিনের ‘অফ-স্পিন’ নিষিদ্ধ করল বিসিসিআই। ২২ এপ্রিল বিশাখাপত্তনমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নারিনের কয়েকটি সন্দেহজনক ডেলিভারি নিয়ে রিপোর্টের ভিত্তিতে নারিনের অফ-স্পিন ডেলিভারি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
আইপিএল গভর্নিং কাউন্সিল প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘আইপিএল-এ সন্দেহজনক বোলিং অ্যাকশনের নিয়মানুয়ায়ি কমিটিকে মিস্টার নারিনের অফ-স্পিন নিষিদ্ধ করল। বোর্ড আয়োজিত কোনও টুর্নামেন্ট তথা আইপিএল-এ নারিন অফ-স্পিন ডেলিভারি করতে পারবে না। তবে আইপিএল এইটে খেলতে বাধা নেই ক্যারিবিয়ান স্পিনারের। নাকেল বল ও স্ট্রেট বল করতে অসুবিধা নেই তার। আইপিএল-এ নারিন ফের অফ-স্পিন ডেলিভারি করলে আম্পায়ার নো-বল ডাকতে পারবে।’
গত বছর চ্যাম্পিয়ন্স লিগে নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর বিসিসিআই ও আইসিসি ক্যারিবিয়ান অফ-স্পিনারকে নিষিদ্ধ করে। যদিও বিশ্বকাপের আগে আইসিসি নারিনকে সবুজ সংকেত দিলেও বিশ্বকাপে খেলার ঝুঁকি নেননি ওয়েস্ট ইন্ডিজ অফ-স্পিনার।
আইপিএল এইট শুরুর আগে চেন্নাইয়ে শ্রী রামাচন্দ্র অর্থস্কোপি অ্যান্ড স্পোর্টস সায়েন্স সেন্টারে বায়োমেকানিক্যাল টেস্ট দেন নাইট অফ-স্পিনার। তারপর বোর্ডের ছাড়পত্র পেয়ে আইপিএল এইটে খেলেত নামেন নারিন। কিন্তু হায়! হায়দরাবাদ ম্যাচের পরই ফের বিপত্তির।
For add
For add
For add
For add
for Add