for Add
: ১ এপ্রিল ২০১৫, বুধবার, ১১:২৬:০৪
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফাইনালের পরই আইপিএল আটের ঘণ্টা বেজে গেছে। উদ্বোধনী ম্যাচ ৮ এপ্রিল ইডেনে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছে শচিন টেন্ডুলকার-নীতা আম্বানির দল। এবার নতুন ভুমিকায় রিকি পন্টিং। মুম্বই ইন্ডিয়ান্সের কোচের ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।
রোহতি শর্মা, কিয়েরন পোলার্ডদের এবার ব্যাটিং শেখাবেন পন্টিং। প্রথম দিন ওয়াংংখেড়েতে প্র্যাকটিসে পার্থিব প্যাটেল, অম্বাতি রাইদুদের ব্যাটিং টিপস দিলেন অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। খেলোয়াড়ের পর গত বছর ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় দেখা গিয়েছিল পন্টিংকে।
For add
For add
For add
For add
for Add