for Add
: ২৫ মার্চ ২০১৫, বুধবার, ১৪:১৭:৩৩
নিজস্ব প্রতিবেদক: ‘অজি বধ’ করে টানা দু’বার বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন দেখছে গতবারের চ্যাম্পিয়ন ভারত৷ বৃহস্পতিবার এসসিজি-তে দ্বিতীয় সেমিফাইনালে চারবারের চ্যাম্পিয়নদের টক্কর দিতে মাঠে নামছে দু’বারের চ্যাম্পিয়নরা৷ অস্ট্রেলিয়া হারানোর এটাই সেরা সময়, বলছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহিল৷
বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া৷ পুলে সব ক’টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট জোগাড় করে নেয় ধোনির দল৷
এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে কাপ ধরে রাখার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামাব স্বপ্ন দেখছে টিম ধোনি৷ কোহলি বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর এর থেকে সেরা সময় হতে পারে না৷ টুর্নামেন্টে আমরা এখনও পর্যন্ত যা খেলেছি, তাতে অস্ট্রেলিয়াকে না-হারানোর কোনও কারণ দেখছি না৷’
দীর্ঘ চার মাস অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দল। টেস্ট স্পেশ্যালিস্টরা দেশে ফিরেছেন৷ ওয়ান ডে ফরম্যাটের দক্ষরা ঝাঁকিয়ে বসেছেন৷ তাতেও টিম অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা এখনও জোটেনি টিম ইন্ডিয়ার৷ কী বিরাট কোহলি, কী মহেন্দ্র সিং ধোনি- ক্যাপ্টেন হিসেবে এই ব্যর্থতা এখনও বয়ে বেড়াতে হচ্ছে৷ ঠিক এই কথাগুলোই মনে করিয়ে দিয়ে বিরাট কোহলি বলে দিলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর এর থেকে ভালো সময় আর হবে না৷’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বিশেষ ভিডিও সাক্ষাৎকার দিলেন বিরাট কোহলি৷ সেখানেই বিরাটের মন্তব্য, ‘অস্ট্রেলিয়ায় আমরা যেভাবে খেলেছি, সেই মতো ফলাফল পায়নি৷ অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারাতে পারলে সেই ব্যাপারটার সঠিক বিচার করা হবে৷’সেটা করতে পারলে কার্যত এক ঢিলে দুই পাখি মারা হবে৷ প্রথমত, অস্ট্রেলিয়াকে এই দীর্ঘ চার মাসে হারানোর অভিজ্ঞতা৷ দ্বিতীয়ত, পরপর দু’বার বিশ্বকাপ জেতার কৃতিত্বের কাছাকাছি পৌঁছে যাওয়া।’
For add
For add
For add
For add
for Add