for Add

ভিনিসিয়াসের হ্যাটট্রিকে রিয়ালের শিরোপা জয়

ভিনিসিয়াসের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন আরেক ব্রাজিলিয়ান রডরিগো।

ভিনিসিয়াসের প্রথমার্ধের হ্যাটট্রিকে মূলত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ৩৩ মিনিটে বার্সেলোনার হয়ে সান্তনার গোলটি করেছেন রবার্ট লিওয়ানদোস্কি। ৭১ মিনিটে পরপর দুই হলুদ কার্ডে মাঠ ত্যাগে বাধ্য হন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন এর থেকে বাজে রাত বার্সেলোনার জন্য আর আসেনি।

এ নিয়ে ১৩ বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করলো রিয়াল মাদ্রিদ। গত বছর ফাইনালে রেকর্ড ১৪ বারের বিজয়ী বার্সেলোনার কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করতে হয়েছিল গ্যালাকটিকোদের। সে কারণে কালকের ফাইনাল অনেকটাই প্রতিশোধের ম্যাচ হয়ে উঠেছিল।

রিয়াল বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘নিজের সর্বোচ্চ পর্যায়ে ফিরতে ভিনিসিয়াসের দুই থেকে তিনটি ম্যাচের প্রয়োজন ছিল। কিন্তু সে আজই ফিরে এসেছে।’

ইতালিয়ান আনচেলত্তি এখন সাবেক কোচ জিনেদিন জিদানের সমান ১১টি শিরোপা উপহার দিয়েছেন রিয়ালকে। ১৪টি শিরোপা নিয়ে তাদের থেকে এগিয়ে রয়েছেন শুধুমাত্র মিগুয়েল মুনোজ।

রিয়াল মাদ্রিদ টিভিকে আনচেলত্তি বলেছেন, ‘আমি দারুণ খুশি। কিন্তু এখন আমাদের ১২তম শিরোপার দিকে এগিয়ে যেতে হবে।’
স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা আশা করেছিল এবারের মৌসুমে প্রথম শিরোপা কালই আসবে। গত বছর যা হয়েছিল, কিন্তু ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে ভিনিসিয়াসের দুই গোলে তাদের সেই স্বপ্ন শেষ হয়ে যায়।

জাভি বলেন, ‘আমি দারুণ হতাশ। এটাই ফুটবল, আমাদের অবশ্যই ম্যাচের তিক্ত অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিতে হবে। অনেক আশা নিয়ে আমরা খেলতে এসেছিলাম। কিন্তু এতটা বাজে সময় আমাদের কখনই আসেনি।’

মধ্যমাঠে চারজন রেখে জাভি কাউন্টার অ্যাটাক থেকে রিয়াল মাদ্রিদের সুযোগ কমাতে চেয়েছিলেন। কিন্তু উড়ন্ত দুই উইঙ্গার ভিনিসিয়াস ও রডরিগো পুরো পরিস্থিতি পাল্টে দেয়। রাফিনহার স্থানে উইঙ্গার হিসেবে স্প্যানিশ পেড্রিকে মাঠে নামিয়েছিলেন জাভি। ওসাসুনার বিপক্ষে সেমিফাইনালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন রাফিনহা।

অন্যদিকে আনচেলত্তি মধ্য মাঠে টনি ক্রুসকে ফিরিয়েছেন। সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ক্রুস বদলী বেঞ্চে ছিলেন। সম্প্রতি পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফেরা ভিনিসিয়াস ৭ মিনিটে জুড বেলিংহামের নিখুঁত পাস থেকে ইনাকি পেনাকে পরাস্ত করতে ভুল করেননি। তিন মিনিট পর রডরিগোর সহায়তায় বার্সেলানার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ভিনিষিয়াস ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচে ফিরে আসতে মরিয়া বার্সেলোনা এরপর কয়েকটি সুযোগ নষ্ট করে। ফেরান তোরেসের শট ক্রসবারে লাগে। লিওয়ানদোস্কির শট কর্ণারের মাধ্যমে কোনমতে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। ইউক্রেনিয়ান এই গোলরক্ষক অবশ্য ৩৩ মিনিটে আর লিওয়ানদোস্কিকে আটকাতে পারেননি। বক্সের ভিতর লো শটে লেভা বার্সেলোনাকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।

কিন্তু ৩৯ মিনিটে আরাউজোর বিপক্ষে আদায় করা পেনাল্টি থেকে ভিনিসিয়াস হ্যাটট্রিক পূরণের পাশাপাশি রিয়ালকে শিরোপার কাছাকাছি নিয়ে যান। ক্লাসিকোতে এটাই ভিনির প্রথম হ্যাটট্রিক। এর আগে বার্সার বিপক্ষে ১৫ ম্যাচে তিনি মাত্র ৩ গোল করেছিলেন।

ম্যাচে ফিরে আসার তাগিদে জাভি এবার আক্রমণভাগে তিনজনকে নিয়ে আসেন। ৬৪ মিনিটে ভিনিসিয়াসের কাট-ব্যাক জুলেস কুন্ডে রুখে দিলেও তার থেকে বেলিংহাম বল পেয়ে রডরিগোর দিকে বাড়িয়ে দেন। এই পাসে ব্রাজিলিয়ান উইঙ্গার রিয়ালের হয়ে চতুর্থ গোল করেছেন।

আরাউজোর লাল কার্ডে বার্সেলোনার রাতটা আরো হতাশাজনক হয়ে উঠে। ম্যাচের শেষভাগে বেলিংহামের একটি শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন কুন্ডে।বাসস।

সব সংবাদ

বাহরাইনকে গোলের বন্যায় ভাসালো বাংলাদেশ টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত ট্রায়ালে আসা প্রবাসী তরুণদের মধ্যে প্রতিভাবান কতজনকে পেল বাফুফে! চেকমেট নারায়ণগঞ্জ স্কুল দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান? মঙ্গলবার রাতে মিয়ানমার যাচ্ছে নারী ফুটবল দল টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেটে ১১তম ব্যাচ চ্যাম্পিয়ন হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শেষ, বাফুফেতেই ক্ষোভ নারায়ণগঞ্জে স্কুল দাবায় সাজিদ-সাফায়েত চ্যাম্পিয়ন আবারও ডাক মারলেন সাকিব কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২৬মে শুরু আই ই টি স্কুল দাবা শুরু শনিবার থেকে শুরু টিকিট বিক্রি, পাওয়া যাবে যেভাবে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিলো আরব আমিরাত শতবর্ষ উদযাপন উপলক্ষে আইইটি স্কুলে ২৩ মে দাবা টুর্নামেন্ট মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি সাদাকালোদের রঙিন বিকেল, কুমিল্লায় শেষবাঁশি বাজতেই উল্লাস মতিঝিলে কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আরচারি দল আওয়ামী আমলে বঞ্চিত ক্রীড়া সংগঠকদের নিয়ে নতুন অ্যাসোসিয়েশন মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ টাইব্রেকারে শিরোপা জিতলো বসুন্ধরা কিংস রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন কল্যান্দীতে সালমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add