for Add
বাসস : ১৯ এপ্রিল ২০২১, সোমবার, ১৯:০৭:৩৬
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব পালন করতে ভারত এসেছিলেন লঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন। কিন্তু রোববার অস্বস্তি অনুভব করায় তিনি চেন্নাই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। ভর্তি হবার পর স্বাস্থ্য পরীক্ষায় মুরালির করোনারি ধমনিতে ব্লক ধরা পড়ে। ফলে চিকিৎসকরা দ্রুত অ্যানজিওপ্লাস্ট করার পরামর্শ দেন। ধমনিতে ব্লক সরানোর জন্য মুরালিধরনের হৃদযন্ত্রে ‘রিং’ বসানো হয়। ‘রিং’ বসানোর পর মুরালির অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে হায়দারাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান বলেন, ‘হৃদযন্ত্রের সমস্যা নিয়ে শ্রীলঙ্কার চিকিৎসকদের সাথে পরামর্শ করে ভারতে আসেন মুরালিধরন। লঙ্কান চিকিৎসকরা বলেছিল, হৃদযন্ত্রে কোনো ‘রিং’ বসানোর দরকার নেই। কিন্তু চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা যত দ্রুত সম্ভব অ্যানজিওপ্লাস্ট করার পরামর্শ দেন মুরালিকে। ‘রিং’ বসানোর পর সুস্থ আছেন মুরালি। আশা করছি, কিছুদিনের মধ্যেই তাকে আবার মাঠে দেখা যাবে।’
মুরালিধরনের খেলোয়াড়ী জীবনে শ্রীলঙ্কার হয়ে ১৩৩টি টেস্ট ম্যাচে ৮০০ উইকেট নেন । ৩৫০ ওয়ানডে ম্যাচে পেয়েছেন ৫৩৪ উইকেট। দুই ফরম্যাটের ক্রিকেটে এখনো সর্বোচ্চ উইকেট শিকারী ৪৯ বছর বয়সী মুরালি।
গত বছরের অক্টোবরে ‘রিং’ বসানো হয় ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের। এরপর জানুয়ারি মাসে হৃদযন্ত্রে রিং বসে ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর।
For add
For add
For add
For add
for Add