for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ মে ২০১৬, রবিবার, ২২:৩৮:২৯
নব্বইয়ের দশকের জনপ্রিয় ফুটবলার একরামুল বাশার তুহিন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের বড় ভাই তিনি। সেই ফুটবল তারকা দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আর তাই তার জন্য সাহায্য এবং দোয়া চাইলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
আজ (রবিবার) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় সুমনের বাসায় একরামুল বাশার তুহিনকে দেখতে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল । বাসায় গিয়ে তারা ফুটবলার তুহিনের সঙ্গে কথা বলেন এবং তাকে মানসিকভাবে শক্তিশালী হবার পরামর্শ দেন।
তুহিনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ক্রিকেট তারকারা। এ সময় মাশরাফি বলেন, ‘সুমন ভাই আমাদের অধিনায়ক ছিলেন, তাই উনার বড় ভাই আমাদেরও বড় ভাইয়ে মত। একরামুল বাশার তুহিন ভাই ক্যান্সারের কষ্ট পাচ্ছেন। সবারই আসার কথা ছিল; কিন্তু অনুশীলনের জন্য আসতে পারে নাই। আমরা আসলে উনাকে সমবেদনা জানানোর জন্য, বলতে পারেন পাশে এসে দাঁড়ানোর জন্য এখানে (বাসায়) এসেছি। আমাদের একটা অনুরোধ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, অলিম্পিক এ্যাসোসিয়েশনসহ সমাজে যারা বড় বড় অবস্থানে আছেন সবাই কম বেশি যা পারেন তা দিয়ে তাকে সহয়তা করবেন। এই সময় মানুষ একটু সমবেদনা চায়, আমার বিশ্বাস আপনারা উনার পাশে এসে দাঁড়ালে উনি একটু সাহস পাবেন।’
For add
For add
For add
For add
for Add